সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার আইন , এবার থেকে যদি মাছে কোন রকমের রাসায়নিক মেশানো হয় ,
আর সেই রাসায়নিক পদার্থ ব্যবহার করে রফতানি করলে বা অভ্যন্তরীণ বাজারে বিক্রি করলে সাত বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা হবে ।
বুধবার (৮ জুলাই) সংসদে এই বিধানসহ ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল- ২০২০’ উত্থাপন করা হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ
মন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় ।
মৎস্য পণ্যে ভেজাল দিলে বা খামারে নিষিদ্ধ ওষুধ ব্যবহার করলে সর্বনিম্ন দুই বছরের জেল এবং সর্বোচ্চ আট লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে খসড়া আইনে।
এই বিল সম্বন্ধে বাংলাদেশের মন্ত্রী বলেন : ‘জাতীয় ও আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের পণ্যের গুণগত ও প্রক্রিয়াগত মানসম্পর্কিত চাহিদা, রফতানিযোগ্য পণ্যের বহুমুখিতা এবং আন্তর্জাতিক আজারের বিস্তৃতি ও প্রতিযোগিতা ইত্যাদি মোকাবেলায় বিদ্যমান অধ্যাদেশের সীমবদ্ধতা রয়েছে।’
এবার থেকে বাংলাদেশে মাছে ক্ষতিকর রাসায়নিক দিলে হবে ৭ বছরের জেল –
-Advertisement-