সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুরের মিনিবাস মালিকেরা ফের বাসভাড়া বৃদ্ধির দাবী জানালেন | সম্প্রতি পরিবহন দফতরে এমনটাই আর্জি জানিয়েছে দুর্গাপুরের অন্যতম মিনিবাস মালিক সংগঠন ‘ দুর্গাপুর সাব ডিভিশন মিনিবাস অপারেটরস এসোসিয়েশন | এই মুহূর্তে সমগ্র দুর্গাপুর মহকুমা ব্যাপী সর্বমোট প্রায় ২৬৫ থেকে ২৭০ টি মিনি বাস চলাচল করে | কিন্তু সম্প্রতি লক ডাউনের প্রভাবে এই সমস্ত মিনিবাস গুলোতে যাত্রী সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ হয়েগেছে | তার উপর আবার গোদের উপর বিষ ফোঁড়ার মতোন জ্বালানী তেলের দিনের পর দিন যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে , তাতে করে কোনোমতেই আর এই মিনিবাস পরিষেবা চালানো বাস মালিকদের পক্ষে সম্ভবপর হচ্ছেনা | সম্প্রতি এই মুহূর্তে দুর্গাপুরের রাস্তায় সর্বমোট প্রায় ৪০ টি মিনিবাস রাস্তায় চলছে | তবে মিনিবাস চালিয়ে যাত্রী কম থাকার জন্য খরচ উঠছে না | যার ফলে প্রায় প্রতিদিনই বাস মালিকদের পকেট থেকে বেরোচ্ছে অতিরিক্ত খরচ | এই পরিস্থিথিতে বাস মালিকদের সংগঠনের সম্পাদক জানিয়েছেন ‘ একে যাত্রী নেই , তার উপড় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ডিজেলের দাম | কেমন করে নিজেদের পকেটের টাকা খরচ করে বাস চালাবে মালিকেরা | অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করতে হবে , তা যদি না হয় যেকোনও দিন এই পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হবে বাস মালিক সংগঠন | ‘ একইসাথে তিনি জানিয়েছেন যে মিনিবাসের ভাড়া বৃদ্ধির আর্জি জানিয়ে পরিবহন দফতরে তারা চিঠি দিয়েছে , কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ প্রতিক্রিয়া বা সারা মেলেনি | এই সংগঠনটির আরও দাবী বাসের রোড পারমিট পুনর্বিকরণ , রোড ট্যাক্স , ইন্সুরেন্স আরও এক বছর করে বাড়াতে হবে | কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কোনোরূপ সিদ্ধান্ত এখনও পর্যন্ত আসেনি কতৃপক্ষের থেকে | তাই আগামী দিনে দুর্গাপুরের রাস্তায় মিনিবাস চলাটা এক প্রশ্নাত্তক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরবাসীর কাছে |
যাত্রী কম ডিজেলের মূল্য বৃদ্ধি , দুর্গাপুরে বাস ভাড়া বৃদ্ধির দাবি বাস মালিকদের :
-Advertisement-