সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : এমন এক সময়ে যখন মহিলাদের বিরুদ্ধে অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে , কলকাতার বিজয়গড়ের বাসভবনে একটি 26 বছর বয়সী বাঙালি অভিনেত্রীকে জোরপূর্বক ধর্ষণ করলেন তাঁর প্রেমিক ।
সূত্রের খবর অভিনেত্রীর কাছে পরিচিত ওই ব্যক্তি আর্থিক সহায়তার জন্য 5 জুলাই তার সাথে দেখা করতে এসেছিলেন । তিনি অ্যাপার্টমেন্টে একা থাকায় ওই ব্যক্তি , অভিনেত্রীর সুযোগ নিয়েছিলেন এবং তার ফোনে এটি ফিল্মও করেছিলেন , পুলিশ অভিযোগ দায়ের করলে অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি ।গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। তাঁর কথায়, আত্মহত্যা করবার কথাও ভাবেন তিনি। যদিও এক বন্ধুর সূত্রে খবর পেয়ে এক মানবাধিকার সংগঠনের কর্মীরা উদ্ধার করে তাঁকে। এরপর বুধবার রাতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী । অভিনেত্রী মেডিকেল পরীক্ষাও হয়েছে ।
যাদবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।
…AG