-Advertisement-

বেহালায় ওরিয়েন্ট ডে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ , অবরোধ জেমস লং সরণিতে –

Behala কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালার ওরিয়েন্ট ডে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং স্কুল ফি ছাড়ের দাবি করছেন সকলেই । স্কুলের মেন গেটের সামনে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং জেমস লং সরণি জুড়ে রাস্তা অবরোধ করে আছে । এই প্রবল বিক্ষোভের কারণে আপাতত ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে ।

-Advertisement-


অভিভাবকদের দাবি , এমন একটি করোনা প্যানডেমিক এর সময় যেখানে স্কুলগুলি পুরোপুরি বন্ধ রয়েছে এবং অনলাইন ক্লাস হওয়ার কথা , সেইখানে অভিভাবকদের অভিযোগ অনলাইন ক্লাস এতদিনে শুরু হয়নি , মাত্র 3 দিন আগে অনলাইন ক্লাস শুরু হয়েছে কিন্তু স্কুল তাদের ফিস ৩০০ থেকে ৪০০ টাকা বাড়িয়ে দিয়েছে ।
জেমস লং সরণির ওপর অভিভাবকদের বিক্ষোভ তখনই প্রবল হতে থাকে যখন স্কুলেরই এক অফিশিয়াল স্টাফ নাম তার ডব্লিউ , – স্কুলের মেন গেটের বাইরে এসে , অভিভাবকদের উদ্দেশ্যে বলেন – যেসব অভিভাবকরা বেশি বাড়াবাড়ি করছেন , তাদের বাচ্চাদের স্কুল নোটিশ করে রাখবে এবং পারলে T.C নিয়ে অন্য স্কুলে ভর্তি করান ।
এইরকম কথা শোনার পর অভিভাবকরা এর তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে ওই ব্যক্তিকে ক্ষমা চাইতে বলা হয় ।
স্কুলের ভিতর প্রিন্সিপালের সাথে 5 জন অভিভাবক দেখা করতে যান এবং তারা তাদের দাবি জানান প্রিন্সিপালের কাছে ।
স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন , এই মাসের ২৬ তারিখে অভিভাবকদের দাবিগুলির ফাইনাল ডিসিশন জানিয়ে দেওয়া হবে ।

Field Report by Chief reporter Akash Ghosh

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-