-Advertisement-

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধুমকেতু , না দেখলে আর কোনদিনও সুযোগ পাওয়া যাবেনা –

আন্তর্জাতিক খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : এই বছর ২০২০ তে করোনা ভাইরাস মহামারির মধ্যেই কখনো চন্দ্র গ্রহন, কখনও সূর্য গ্রহন থেকে শুরু করে একাধিক মহাজাগতিক বিষয় সামনে এসেছে এই সালেই ।
এবার এই বছরই দেখতে পাওয়া যাবে ধূমকেতু । না দেখতে পেলে তাহলে হয়তো আর কখনও দেখতে পাবেন না। কারন পরবর্তী ৬,৮০০ বছর পর ফের দেখা যাবে ।
আগামী বুধবার দেখতে পাওয়া যাবে এই ধূমকেতুর । এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে C/2020 F3 বা নিওওয়াস । মার্চ মাসে মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ।
বর্তমানে সূর্যের সঙ্গে দিগন্তরেখা বরাবর প্রায় সরলরেখায় অবস্থান করছে ধূমকেতুটি । ফলে কোনও অবস্থাতেই সেটিকে দেখা সম্ভব নয় । ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে
ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-