-Advertisement-

বড়জোড়ার জঙ্গলে দেখাগেলো বুনো হাতির দল:

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : বাঁকুড়ার বড়জোড়ার বাঁধকানা জঙ্গলে সম্প্রতি দেখাগেছে দাপিয়ে বেড়াতে বুনো হাতির দল | বুনো হাতির এইরূপ আচরণের ফলে স্বভাবতই ওই এলাকার সাধারণ মানুষজন একপ্রকার আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে |

-Advertisement-

বুনো হাতির এই দলটি বেশ কিছুদিন ধরেই ওই জঙ্গলের বিভিন্ন প্রান্তে বিচরণ করছে উন্মুক্ত ভাবে | বুনো হাতির এইরূপ তান্ডবে একপ্রকার সতর্ক রয়েছে সংশ্লিষ্ট বন দফতর | কোনও মতেই যাতে এই বুনো হাতির দলটি বড়জোড়ার জঙ্গল থেকে বাইরে লোকালয়ে না চলে আসে , সেই বিষয়ে বিশেষভাবে নজরদারী চালাচ্ছে বনদফতর | একইসাথে ওই হাতির দলটির গতিবিধির উপর কড়া নজর রেখে চলেছেন সংশ্লিষ্ট বনদফতর |

-Advertisement-

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-