সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন করোনা ভাইরাসের শিকার হলেন । তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অমিতাভ বচ্চন নিজের টুইটার হ্যান্ডেল এ জানান – “আমার কোভিদ পজেটিভ ধরা পড়েছে”…”হাসপাতালে স্থানান্তরিত”…পরিবার এবং কর্মীদের পরীক্ষা করা হয়েছে , ফলাফল প্রতীক্ষিত…গত 10 দিনের মধ্যে যাঁরা ঘনিষ্ঠ , আমার সাথে ছিলেন , তাদের সবাইকে পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে ! “
অমিতাভের পুত্র এবং অভিনেতা অভিষেক বচ্চনও নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । অমিতাভ বচ্চন নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকেও পোস্ট করে জানান – “এই সন্ধ্যায় আমি COVID 19 এ আক্রান্ত হয়েছি , আমার সংস্পর্শে আসা সকল ব্যক্তি কে জানাই যে তাদের সবাইকে পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করছি” ।
…AG