সংবাদ ভাস্কর নিউজ : একের পর এক বেড়েই চলেছে শহর দুর্গাপুরে করেনা আক্রান্তের সংখ্যা | ইতিমধ্যেই শহর দুর্গাপুর তথা তার পারিপার্শ্বিক এলাকাগুলিতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা | যার ফলে শহর দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যে করোনা আশংকা ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলেছে |
-Advertisement-

রবিবার দুর্গাপুরের করঙ্গ পাড়ার ভগৎপল্লি মোড়ে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয় | একইসাথে দুর্গাপুর বাজারে আরও দুজন করোনা আক্রান্তের খবর পাওয়া যায় | দুর্গাপুরের করঙ্গপাড়ার সমগ্র এলাকাটি আজ স্যানিটাইসিং করা হয় |