সংবাদ ভাস্কর নিউজ : বাঁকুড়া,১২ই জুলাই,২০২০: পঃ বঃ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর লড়াই সংগ্রামের ফলেই কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে বাধ্য হয়েছে এই অংশের মানুষের জন্যে আইন করতে – এখন আবার আন্দোলন সংগ্রাম চালাতে হচ্ছে এই আইনকে যথাযথ ভাবে কার্যকরী করার দাবীতে। আবার এই সংগঠনের সদস্যরাই সমস্ত প্রতিকুলতাকে দূরে ঠেলে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে রক্তদানের মতো মহৎ কর্মসূচীতে সামিল হয়ে যাতে উপকৃত হবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত থেকে অস্ত্রোপচারের জন্যে অপেক্ষারত সমস্ত রুগীরাই – এই উদ্যোগে সামিল হতে সমাজের সব অংশের মানুষকেই আহ্বান জানাচ্ছে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী।
– পঃ বঃ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলীর উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়েই আজ বাঁকুড়া এবিটিএ হলে শুরু হলো সংগঠনের রক্তদান শিবির। সংগঠনের জেলা সভাপতি বাদল রুইদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক প্রাণেশ চ্যাটার্জী, বিধায়ক সুজিত চক্রবর্তী, অধ্যাপক প্রতীপ মুখার্জী প্রমুখ। তার আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন কান্তি গাঙ্গুলী। উপস্থিত ছিলেন প্রবীণ কৃষক নেতা নকুল মাহাতো সহ বিভিন্ন গণ-সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। শিবিরে সংগঠনের ১৩জন সদস্য ও সদস্যা রক্তদান করেন দল ।