সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে কয়েকজন গবেষকের আবিষ্কার বর্তমানে এই যুগান্তকারী সাফল্য আনতে চলেছে । এই গবেষকরা বলেছেন মিফপ্রিস্টোন নামে ওষুধ মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে । দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর ওপর এই ওষুধ ল্যাবরেটরীতে প্রয়োগ করা হয়েছে আর তাতেই দেখা গিয়েছে এই ওষুধ মানবজীবনে চার সবাঁময়সীমা বাড়িয়ে দিতে পারে । করোনা প্রতিরোধে মানুষের দেহে প্রয়োগ করা হবে এই ওষুধ । গবেষকরা জানিয়েছেন , এই ওষুধটি ড্রসফিলা মাছির ওপর প্রয়োগ করা হয়েছিল ।

গবেষকরা জানিয়েছেন যে ড্রসফিলা মহিলা মাছির ওপর এই ওষুধ প্রয়োগ করে তাদের জন্মদানের ক্ষমতা কমে যাচ্ছে কিন্তু জীবনে বাঁচার সময়সীমা বেড়ে যাচ্ছে ।
বহু রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই ওষুধের দ্বারা বেড়ে যাচ্ছে , যা নিঃসন্দেহে একটি বড় আবিষ্কার বলে মনে করছে বিজ্ঞানীরা ।
মিফপ্রিস্টোন মাছির শরীরে যা করেছে সেই কাজ মানুষের শরীরে করে থাকে । এর দ্বারা মানুষ প্রজনন শক্তি হারায় ।
কিন্তু মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেয় । ফলে মানুষের আয়ু বাড়ার সম্ভাবনা প্রবল ।
মার্কিন বিজ্ঞানীরা তাই আশাবাদী করোনা কে আওতায় আনতে এই ওষুধ কার্যকরী হবে । করোনা আবহে ওষুধ মানুষের আয়ু বাড়াতে পারবে । এই অবিশ্বাস্য আবিষ্কারের পথে হাঁটছে এবার আমেরিকা ।
..AG