-Advertisement-

কোভিড বাড়ছে দুর্গাপুরে অথচ প্রশাসনিক দায়িত্ব শিথিল হচ্ছে ক্রমশ,তার প্রতিবাদে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন সিআইএ এর কাছে দুর্গাপুরে –

দুর্গাপুর পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সম্প্রতি শহর দুর্গাপুর তথা সমগ্র পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে , সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে করোনা আতঙ্ক আবারও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে চলেছে | এক্ষেত্রে আশানুরূপ ভাবে করোনা প্রতিরোধের কোনও সচেতনতাই প্রশাসনিক ভাবে ঠিকমতো পালন করা হচ্ছেনা |

-Advertisement-

তাই দুর্গাপুর তথা তার পারিপার্শিক এলাকাগুলিতে যাতে প্রশাসন আরও বিশেষভাবে সচেতনতার সাথে সক্রিয় মনোভাব দেখায় সেই বিষয়ে রবিবার দুর্গাপুরের ডিপিএল এর সিআইএ এর নিকট একটি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয় মোট ৯ টি গুরুত্বপূর্ণ দাবীতে বামফ্রন্টের পক্ষ থেকে | রবিবারের এই ডেপুটেশনের প্রতিনিধিত্বে ছিলেন সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার | একইসাথে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আরও অনেক বামফ্রন্টের ব্যক্তিবর্গ | রবিবারের কর্মসূচির তিনটি এরিয়া কমিটির যৌথ ৯ টি দাবী ,

  1. করোনা সংক্রমিত ব্যক্তির বসবাসের ওয়ার্ডে / পঞ্চায়েতের সংসদে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হোক |
  2. সংক্রমণের টেস্টিং এর তালিকা সঠিকভাবে করা হোক |
  3. দায় না এড়িয়ে রাপিড টেস্ট করতে হবে |
  4. সংক্রমিত ব্যক্তির বসবাস স্থানের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের সমগ্র এলাকা ভালো ভাবে সানিটাইজেসন করতে হবে |

5 . কোয়ারেন্টাইনে রাখার ক্ষেত্রে সম্পূর্ণ সরকারী বিধিনিষেধ পালন করতে হবে | পুলিশ ও স্বাস্থ দফতরকে সঠিক পদক্ষেপ নিতে হবে |

-Advertisement-

6 . বাজার ও মহল্লা সহ সকল জনবহুল স্থানে ভীড় নিয়ন্ত্রণে রাখতে হবে |

-Advertisement-
  1. যেসমস্ত পুলিশকর্মী ও আধিকারিকেরা এই সময়ে দক্ষতার সাথে করোনা মোকাবেলার কাজ করছেন তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে |
  2. অন্যান্য রোগীদের হাসপাতাল থেকে ফেরোদ পাঠানো যাবেনা |
  3. উপসর্গ ও উপসর্গবিহীন রোগীদের খবর সংগ্রহ বা খবর পেলেও জরুরী ব্যবস্থা গ্রহণে দুর্বলতা থাকছে | এই সমস্ত বিষয়ে জরুরি ব্যবস্থা না গ্রহন করলে শহরে অহেতুক আতঙ্কের পরিবেশ তৈরী হবে |
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-