-Advertisement-

বিশাখাপত্তনম : রামকি ফার্মা সিটির বিশাখা সলভেন্টে বিশাল বিস্ফোরণ –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : প্রায় রাত 11 টার সময় বিশাখাপত্তনাম রামকি ফার্মা সিটিতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে । স্থানীয়রা বলছেন যে তারা বারবার বিস্ফোরণের আওয়াজ শুনেছেন এবং আগুনের শিখাগুলি 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল । ফার্মা সিটির বিশাখা সলভেন্টস লিমিটেডে বিস্ফোরণটি ঘটে । ইন্ডাস্ট্রিজ এর কাছাকাছি জায়গায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে । দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও বিস্ফোরণের কারণে দুর্ঘটনার ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না তারা ।

-Advertisement-


ডেপুটি কমিশনার জানিয়েছেনদুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনিঘটনাটি যখন ঘটে তখন সেইখানে চারজন উপস্থিত ছিলেন প্রাঙ্গণেপ্রাথমিক রিপোর্ট বলছে যে আগুন রিয়াক্টর থেকে শুরু হয়েছিল এবং কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে

-Advertisement-

AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-