সংবাদ ভাস্কর নিউজ : লক ডাউন আবহে একাধিকবার দুর্গাপুরের বিভিন্ন স্কুলের অভিভাবকেরা সরব হয়েছে দুর্গাপুরস্থিথ একাধিক বেসরকারী ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল গুলির অত্যাধিক ও অনৈতিক স্কুল ফী বৃদ্ধির প্রতিবাদে | দুর্গাপুরের বিভন্ন স্কুলের সামনে তারা একাধিকবার বিক্ষোভ অবস্থান কর্মসূচিও করেছেন | সোমবার দুর্গাপুরের সেন্ট মাইকেল স্কুলের সামনে ফের অভিভাবকেরা বিক্ষোভ কর্মসূচি করে | এদিন দুর্গাপুরে অভিভাবকদের তৈরি যৌথ মঞ্চ সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকদের পাশে দাঁড়ায় এই প্রতিবাদে |
সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রিন্সিপ্যাল কোনভাবেই তাঁদের সঙ্গে ফি সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাইছেননা | ওই স্কুলের অবিভাবকদের একাংশের অভিযোগ যে স্কুল ফী নিয়ে বার বার প্রিন্সিপ্যালের সাথে যোগাযোগ করতে চাইলে , প্রিন্সিপ্যাল অবিভাবকদের সাথে দেখা করতে অস্বীকার করেন | একইসাথে প্রিন্সিপ্যাল বলছেন, যেসব অভিভাবকদের স্কুল ফি দিতে সমস্যা রয়েছে তাঁরা একজন করে এসে আমার সঙ্গে দেখা করে কথা বলুন। আমি সবার সঙ্গে কথা বলবো না।’ সেন্ট মাইকেল স্কুলের প্রিন্সিপ্যালের এহেন বিমাতৃসুলভ আচরণের ফলে ওই স্কুলের অবিভাবকদের মধ্যে একপ্রকার ক্ষোভের সৃস্টি হয় | অভিভাবকেরা এও বলেছেন যে স্কুলের প্রিন্সিপ্যাল যদি ফী সংক্রান্ত বিষয়ে অবিভাবকদের সাথে কোনও রূপ সঠিক সিদ্ধান্তে না আসেন , তবে তারা ভবিষ্যতে আরও বড় আন্দোলনের দিকে অগ্রসর হবে |