সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় এবার করাকরি রাজ্যের প্রশাসন । করোনা সংক্রমণ বাড়ায় জেলার দায়িত্বে থাকা নোডাল অফিসারের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ।
নবান্ন সূত্রে খবর – কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে ৩ জেলায় সংক্রমণ বেশি সেই চার জেলার নোডাল অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে । তাঁদের জায়গায় আনা হচ্ছে সিনিয়র অফিসারদের ।
কলকাতায় সঞ্জয় থারেকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। উত্তর ২৪ পরগনায় নোডাল অভিসারের দায়িত্ব পেতে চলেছেন অতিরিক্ত মুখ্য়সচিব পর্যায়ের অফিসার মনোজ পন্থ । পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় দায়িত্ব পাচ্ছেন নবীন প্রকাশ ও হাওড়ায় রাজেশ পান্ডে ।
…AG