-Advertisement-

কর্তব্যে গাফিলতির অভিযোগে অপসারিত দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডঃ দেবব্রত দাস :

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডঃ দেবব্রত দাসকে অপসারিত করা হলো তার দ্বায়িত্ব থেকে | এই ডঃ দেবব্রত দাসের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ উঠে আসছিলো দুর্গাপুর মহকুমা হাসপাতালের সঠিক দ্বায়িত্ব ও কর্তব্যে গাফিলতির অভিযোগে | গত জানুয়ারী মাসে ডঃ দেবব্রত দাসের বদলি হয়েগিয়েছিল | তার পরিবর্তে দুর্গাপুর মহকুমা হাসপাতালের দ্বায়িত্ব পেয়েছিলেন ডঃ ধীমান মন্ডল |

-Advertisement-

কিন্তু বিভিন্ন কারণের জন্যে বিমানবাবু দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেননি | সেহেতু ডঃ দেবব্রত দাসই এই দায়ভার নিয়ে কাজ করছিলেন | সম্প্রতি ডঃ দেবব্রত দাসের বিরুদ্ধে এক অভিযোগ ওঠে যে , গত দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক করোনা রোগীনিকে ফেলে রাখা নিয়ে ডঃ দেবব্রত দাসের বিরুদ্ধে সরব হয় ওই হাসপাতালের অন্যান্য ডক্তারেরা | ডাক্তারদের এইরূপ অভিযোগেই একপ্রকার নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ দফতর | স্বাস্থ দফতর তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে নেয় ডঃ দেবব্রত দাসকে অপসারণ করার বিষয়ে |

এই মুহূর্তে ডঃ ধীমান মন্ডল দুর্গাপুর মহকুমা হাসপাতালের দ্বায়িত্ব না নেওয়া পর্যন্ত দ্বায়িত্ব সামলাবেন ডঃ ইন্দ্রজিৎ মাঝি | অপরদিকে বুধবার সকালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় মহকুমা হাসপাতালের সম্প্রতি অপসারিত সুপারের বিরুদ্ধে একটি এফ আই আর ও করেছেন পশ্চিম বর্ধমান এর বামফ্রন্ট নেতৃত্বরা | পশ্চিম বর্ধমান সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন , ‘ করোনা সংক্রান্ত তথ্য চেপে যাওয়ার চেষ্টা করেছেন ডঃ দেবব্রত দাস | অবিলম্বে ডঃ দেবব্রত দাসের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্বরা |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-