-Advertisement-

‘ক্ষতিপূরণ নিয়ে অন্যায় বরদাস্ত করবে না সরকার’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন – প্রায় একশো শতাংশ ক্ষেত্রে আমপান-ক্ষতিপূরণের টাকা লোকে পেয়ে গিয়েছে ।
ক্ষতিপূরণ বিলি নিয়ে চলতি বিতর্কের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান , অন্যায্য কোনও কাজ বরদাস্ত করবে না সরকার। ‘একটু আধটু’ ভুলের কারণেই স্বল্প সংখ্যক মানুষ ক্ষতিপূরণের টাকা পাননি বলেই মনে করছে সরকার ।
মুখ্যমন্ত্রী আরও বলেন – “আমপান থেকে শুরু করে পরবর্তী বন্যা আসছে । যারা এখনও বঞ্চিত হয়েছে, বেশি নয়, অল্প কিছু আছে, তাদের ন্যায্য দিয়ে দিন ।
কিছু লোক আছে সারাক্ষণই কাজকর্ম নেই, সরকারের ভাল কাজ চোখে দেখতে পায় না । ৯৯ শতাংশ জায়গায় লোকে পেয়ে গিয়েছে । তাড়াহুড়ো করে করতে গিয়ে কোথাও কোথাও একটু-আধটু ভুল হয়েছে কারও কারও জন্য ।
সেটাকেও ডিএম-দের বলা হয়েছে , দেখে নিয়ে আসল কেস থাকলে করে দিতে । এখানে সমঝোতা করা হবে না ।
আমপানে বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে মালিককে ২০ হাজার টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা। অভিযোগ , অনেক ক্ষেত্রেই প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন । সেই পেয়েছেন কিছু ‘ভুয়ো’ ক্ষতিগ্রস্ত । এজন্য কিছু লোককে দল থেকে বহিষ্কারও করেছে তৃণমূল ।
অনেক কষ্ট করে টাকা জোগাড় করতে হয়েছে । কাউকে বঞ্চিত করার কারও অথরিটি নেই । তবে কোনও কোনও রাজনৈতিক দল এটাকে নিয়ে একটু বেশি রাজনীতি করছে । নিজেদের দিকে তাকান । আমরা থাকতে অন্যায় করতে দিইনি , চেষ্টা করব না-করার ।
কোভিড-চিকিৎসার ক্ষেত্রেও হাসপাতালে শয্যা না-পাওয়ার , চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে ।
মুখ্যমন্ত্রী সমালোচনা করে বলেন , “একটা লোক হয়তো কোনও জায়গায় ওষুধ পেল না , সেটা নিয়ে সারাক্ষণ চিৎকার করছে , ওষুধ পেল না বলে । দয়া করে সঙ্কট তৈরি করবেন না । মানুষকে আতঙ্কিত করবেন না । কখনও বলেন বেড নেই , কখনও বলেন মেডিসিন নেই , কখনও বলেন অক্সিজেন নেই । মানুষ এমনিতেই চিন্তিত-শঙ্কিত , তার মধ্যে আর এ সব করবেন না।’’

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-