সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : চিত্তরঞ্জনের রাস্তায় উদ্ধার হল গুলিবিদ্ধ এক গুলিবিদ্ধ ব্যক্তির রক্তাক্ত দেহ | সূত্রের খবর অনুযায়ী ওই ব্যক্তির নাম বলরাম সিং বয়স ৩৭ | স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ওই ব্যক্তি রেল ইঞ্জিন কারখানায় ঠিকাদার ছিলেন। শুক্রবার বিকেলে কারখানার ওয়ার্কশপ অফিস থেকে জিএম অফিস যাওয়ার পথে দেহটি উদ্ধার হয়। মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি স্কুটি ।

এই ঘটনার খবর পেয়ে আরপিএফ ওই ব্যক্তিকে উদ্ধার করে চিত্তরঞ্জনের কেজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃত ওই ব্যক্তির মাথায় ও বুকে গুলির আঘাত রয়েছে | এই খুনের ঘটনায় চিত্তরঞ্জনে সুরক্ষার প্রশ্নটি ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে |