সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি সারা দেশ তথা বাংলা ব্যাপী করোনা সংক্রমণের হার যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে , এইরূপ কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখন প্রয়োজন সমাজের প্রত্যেকটি মানুষকে বিশেষ ভাবে সচেতনতা মেনে চলা | কিন্তু সেইরূপ সচেতনতা জনগণের মধ্যে মেনে চলার রীতি বিশেষ ভাবে লক্ষ্য করা যাচ্ছেনা | এই পরিস্থিতিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুক্রবার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক অভিযান করা হয় | শুক্রবার এই সচেতনতা অভিযানে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত যেসব জনবসতিপূর্ণ এলাকা তথা বাজার সংলগ্ন এলাকায় পরে সেইসব এলাকার সাধারণ মানুষের ওপর লাঠি চালিয়ে বা সাধারণ জনতার গাড়ির হেডলাইট ভেঙে নয় , মানবিক হয়ে সচেতনতার বার্তা দিল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ওসি বিজন বাবু (বিজন সমাদ্দার) । জানা গিয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা নিয়ে সচেতনতা বার্তার সাথে সাথে বাজার ও বাজার সংলগ্ন এলাকাগুলিতে যে সমস্ত মানুষ মাস্ক না পরে বাইরে বেরিয়েছেন তাদের মানবিক হয়ে মাস্ক পড়ার সুপরামর্শ দেওয়ার সাথে সাথে মাস্ক ও সাবান তাদের হাতে তুলে দিয়েছেন । তবে এই সচেতনতার বার্তার সাথে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে সচেতনতার বার্তা দেওয়া হলো, তবে এরপরও যদি সাধারণমানুষ একই পথে চলে তাহলে সরকারি নির্দেশ ও আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে । পুলিশের এই উদ্যোগ কে সাধারণমানুষ সাধুবাদ জানিয়েছেন ।
দুর্গাপুরের জনগণকে সচেতন করতে বিশেষ উদ্যোগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের –
-Advertisement-