-Advertisement-

বড় পর্দায় ফের প্রসেনজিৎ – জয়ার রসায়ন –

বাংলাদেশের খবর বিনোদন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক আবারও বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন দেখতে পারবে দর্শক । করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পে নির্মিতব্য চলচ্চিত্র এক করেছে দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীকে ।
পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অসতো মা সদগময়’ শিরোনামে চলচ্চিত্রে তারা জুটি বেধে কাজ করবেন । জয়া-প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায় । ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও থাকছেন ইন্দ্রদীপ ।
পরিচালক ইন্দ্রদীপ জানিয়েছেন – কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে।
এ বিষয়ে জয়া আহসান বলেন , পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি । মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি । সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী ।

-Advertisement-

সৌজন্যে – বাংলাদেশ প্রতিদিন

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-