সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুরের বিধাননগরের হাডকো এলাকায় পিএফ আবাসনের এক উচ্চপদস্থ ব্যক্তি করোনা সংক্রমিত হওয়ার প্রায় ২০ ঘন্টা কেটে যাওয়ার পরেও ওই এলাকাটিকে প্রশাসনের পক্ষ থেকে কোনও রূপ সানিটাইসিং করা না হওয়ায় স্বভাবতই ওই এলাকার স্থানীয়দের মধ্যে একপ্রকার আতঙ্কের সৃস্টি হয় | তাই ওই এলাকার সাধারণ মানুষের সচেতনতার কথা বিশেষভাবে মাথায় রেখে বামপন্থী সংগঠনের বিশেষ উদ্যোগে পিএফ আবাসনের পুরো এলাকাটি সানিটাইসিং করা হয় শনিবার সকালে |
-Advertisement-
