-Advertisement-

কুলটি থানার আই সির উদ্যোগে কৃতি ছাত্র – ছাত্রীদের সংবর্ধনা কুলটি থানায় ::

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ :: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র ও ছাত্রীদের শনিবার সংবর্ধনা দেওয়া হলো কুলটি থানার পক্ষ থেকে | কুলটি থানার আই সি সোমনাথ ভট্টাচার্য শনিবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই এলাকার কৃতী ছাত্র – ছাত্রীদের সংবর্ধনা দেন | একইসাথে ওই সমস্ত কৃতী ছাত্র – ছাত্রীদেরকে আশীর্বাদ করেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে |

-Advertisement-

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে কুলটি থানায় আই সি সোমনাথবাবুর সাথে উপস্থিত ছিলেন ওই থানারই আরও পুলিশ কর্মী ও ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ | কুলটি থানার আই সি সোমনাথ বাবুর আজকের এহেন ছাত্র ছাত্রীদের প্রতি সংবর্ধনা ওই সকল কৃতীদের যে ভবিষ্যতে আরও উৎসাহ ও মনোবল বৃদ্ধি করবে সেই ব্যাপারে সন্দেহের কোনও অবকাশই নেই |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-