সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : শুক্রবার সকালে মাজারহাট ব্রিজের সুপারস্ট্রাকচারটি সম্পন্ন হয়েছে , রেলওয়ে ট্র্যাকগুলি ছড়িয়ে 76 মিটার গার্ডার চালু করার সমাপ্তির সাথে কাজ সম্পূর্ণ হয়েছে ।
রাজ্যের গণপূর্ত বিভাগ (PWD) এখন অক্টোবরের মাসের মধ্যে বা এ বছরের পুজোর সর্বশেষ লাইফলাইনটি চালু করার আশা করছে ।
লকডাউন এর সুযোগ লকডাউন এর সুযোগকে কাজে লাগিয়ে PWD কাজ চালিয়ে রেখে অনেকটাই কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন PWD ।
আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই মাঝেরহাট ব্রিজ আবার পুনরায় চালু হতে চলেছে , হয়তো পুজোর আগেই এর উদ্বোধন করবেন সরকার !
এবার কি মাঝেরহাট ব্রিজ পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা আছে ? বিস্তারিত জেনে নিন –
-Advertisement-