সংবাদ ভাস্কর নিউজ :: এক যুবকের হাতে হেনস্থার সিকার হলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক | ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিটি পার্ক এলাকায় | সিটি সেন্টারের ওই এলাকা বাসিদের অভিযোগ ওই এলাকায় বসবসকারী নীলাঞ্জন পোদ্দার নামে এক যুবক দীর্ঘদিন ধরে ওই এলাকারই বেশ কিছু সারমেয়কে খাবার খাওয়ায়।
সেই সব সারমেয়রা এলাকার বিভিন্ন জায়গায় ময়লা করে রাখে । তা নিয়ে বারন করলেও ওই যুবক তাদের কথায় কর্ণপাত করে না। এ নিয়ে রবিবার সকালে দুর্গাপুর নগর নিগমের আধিকারিক দেবব্রত সাহানা প্রতিবাদ করলে ওই যুবক দেবব্রত বাবুকে মারধর করে বলে অভিযোগ। এ বিষয়ে সিটি সেন্টার ফাঁড়িতে দেবব্রতবাবু অভিযোগ জানালে পুলিশ নীলাঞ্জন পোদ্দার নামে ওই যুবককে গ্রেফতার করে।