দক্ষিণ দিনাজপুরঃ কাল একুশে জুলাই তৃণমুল কংগ্রেসের জন্য মনে রাখবার মতন দিন । এই দিনেই শহীদ হয়েছিলেন তৃণমূলের ১৩ জন সৈনিক।প্রতিবারই এই দিনটি আলাদাভাবে মনে রাখা হয়।এবারেও মনে থাকবে তবে একটু আলাদাভাবে।এবারে নেই ২১ শে জুলাই এর জন্য যাত্রা,নেই কোন উন্মাদনা নেই কোন উত্তেজনা নেই হৈচৈ নেই কোন অস্থিরতা সব কিছু যেন করোনা আবহে মাটিতে মিশে গেছে।অন্যান্য জায়গার মতন দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন বুথে-বুথে ২১ শে জুলাই পালন করবার নির্দেশ এসেছে,তবে একটু অন্যভাবে।এবার জেলার প্রতিটি তৃণমূল কার্যালয়,বুথে দলীয় পতাকা উত্তোলনের পর শহীদ বেদীতে মালা পড়িয়ে পালন করা হবে ২১ শে জুলাই।প্রথমে পতাকা উত্তোলন করা হবে তারপর সবাইকে নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজিয়ে রেখে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ভাষন শোনবার জন্য নির্দেশ এসেছে।তাই এবারে ২১ শে জুলাই হবে তবে অনেকটা আলাদাভাবে যা কোনদিন হয়নি হয়ত আগামীদিনেও হবে না।মনে রাখবার হয়ত কিছুই থাকবে না এবারের তৃনমুল কর্মীদের কাছে এই দিনটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এবারের ২১ শে জুলাই শহীদ দিবস পালন কিছুটা ফিকে থাকবে –
-Advertisement-