সংবাদ ভাস্কর নিউজ : বাঁকুড়ার গঙ্গাজলঘাটি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হল একুশে জুলাই অর্থাৎ শহীদ দিবস। গঙ্গাজলঘাটি ব্লকের অমরকারন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসেই দিনটি পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন, শহীদ ও মাল্যদান এবং দুই মিনিটের নীরবতা পালনের ও শহদীদের নাম করে গাছ লাগিয়ে এই দিনটি পালন করেন গঙ্গাজলঘাটি তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী ও অজশ্র দলীয় কর্মীবৃন্দ |

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সভাপতি জানান আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে ও ১৩ জন কংগ্রেস কর্মী শহীদ হন । সেই সকল শহীদের স্মরণে প্রতি বছর ২১ শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করা হয় কোলকাতা ধর্মতলায়। কিন্তু এবছর করোনার ভাইরাসে জেরে ধর্মতলার সমাবেশ বাতিল হয়েছে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রতি বুথে শহীদ দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে একুশে জুলাই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, শহীদদেরকে মাল্যদান ও দুই মিনিটের নীরবতা পালন ও গঙ্গাজলঘাটির ১০ টি অঞলে ১৬৮ টি বুথে একইভাবে পালিত হলো এবং টিভির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রসারণ এর ব্যবস্থা করা হয় অমরকারন পাটি অফিসে।