সংবাদ ভাস্কর নিউজ : এক ভয়াবহ পরিস্থিতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে | একের পর এক দুর্যোগ যেন পিছু লেগেই আছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের | এবার করোনা আক্রান্ত এই হাসপাতালেরই একসাথে ৭ জন | একজন নার্স সুপারিন্ডেন্ট সহ ৫ জন নার্স ও একজন চতুর্থ শ্রেণীর কর্মী ও একজন অ্যাম্বুলেন্স চালক | এই ৭ জনেরওই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে | একইসাথে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ৭ জন করোনা আক্রান্ত হওয়ায় স্বভাবতই এক ভয়াবহ পরিস্থিতির সৃস্টি হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে |
ইতিমধ্যেই এই হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিকেল ওয়ার্ডটি বন্ধ করা হয়েছে | বেশিরভাগ রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে | এছাড়াও ওই ওয়ার্ডের বাকি রোগীদের সার্জিকাল পুরুষ ও মহিলা ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে | এই ৭ জন রোগীর সংস্পর্সে আসা প্রায় ৯০ জন স্বাস্থ্যকর্মী ও রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে | এরই সাথে বুধবার সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় মোট ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে | বুধবার পর্যন্ত জেলার মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৬৪ জন | এইরূপ সমগ্র দুর্গাপুরব্যাপী করোনা সংক্রমণের ফলে দুর্গাপুরবাসী যে ক্রমশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে সেই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই |