-Advertisement-

লকডাউন ও অনাহার পরিণতি মৃত্যু , দুর্গাপুরের ঘটনা –

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : লক ডাউন ও অনাহারে ধাক্কা সামলাতে না পেরে শেষমেষ আত্মঘাতী দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুরের শালডাঙ্গার বাসিন্দা তাথিন লোহার | মৃত ওই ব্যক্তির দাদা নৃপেন লোহার জানান তাঁর ভাই দিন মজুরের কাজ করত। করোনা সংক্রমন এড়াতে রাজ্যে চলতে থাকা লকডাউনের কারনে কার্যত এক প্রকার কর্মহীন হয়ে পরে তাথিন | ফলে চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলছিল ওই পরিবারটি |

-Advertisement-

মৃত ওই ব্যক্তির মা জানিয়েছেন যে বুধবার ঘরে ফিরে খেতে চায় তাথিন। কিন্তু ঘরে খাদ্য সামগ্রীর অভাবে তাথিনের স্ত্রী তাঁকে খেতে দিতে পারেনি। তা নিয়ে দুজনের মধ্যে অশান্তিও হয়। এরপরেই রাতে ঘর ছেরে বেরিয়ে যান ওই যুবক। সারা রাত আর বাড়ি ফেরে না। এরপর আজ সকালে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ | কোকওভেন থানার পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে তাথিন |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-