-Advertisement-

আলিগড় হাসপাতালের ৩০ বছর বয়সী চিকিৎসক ডক্টর তুফাইল আহমেদ একজন কোভিড -১৯ আক্রান্ত মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেন , গ্রেফতার ডাক্তার –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : একটি লজ্জাজনক ঘটনা , ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে 22 তারিখ – একজন অফ ডিউটি ​​ডাক্তার তুফাইল আহমেদ , উত্তর প্রদেশের আলীগড় হাসপাতালে , দুবার একজন কোভিড -১৯ আক্রান্ত মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেন ।
গাজিয়াবাদে কোভিড -১৯ পজিটিভ হওয়ার পরে ২৮ বছর বয়সী এই রোগীকে আলিগড়ের ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।

-Advertisement-


পুলিশে দায়ের করা অভিযোগে বলা হয়েছে , অফ ডিউটি থাকা এই চিকিৎসক ওয়ার্ডে প্রবেশ করে রাতে এবং দু’বার মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন ওই ডাক্তার ।
ওই রোগীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধি (IPC) এর 376 (২) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে ।


সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে , PPE কিট না পরে ডাক্তার তুফাইল আহমেদ আইসোলেশন ওয়ার্ডে গিয়েছিলেন । জেলার CMO (চিফ মেডিকেল অফিসার) ঘটনাটি আরও তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ।
অভিযোগকারিণী জানিয়েছেন – ডাক্তার তুফাইল আহমেদ রাতে ওই মহিলাকে দেখতে গিয়ে তাকে পরীক্ষা করার অজুহাতে তার গোপনাঙ্গ ছোঁয়া হয়েছে বলে জানান এবং পরের দিনও তিনি একই কাজ করেন
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-