সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুর মহকুমা হাসপাতালে একসাথে সাত জন করোনায় আক্রান্ত হওয়ার পরে স্বভাবতই নড়ে চড়ে বসে দুর্গাপুরের স্থানীয় প্রশাসন | দুর্গাপুর মহকুমা হাসপাতালের এক এম্বুলেন্স চালক বিধাননগরের নিকট ঝরনাপল্লীর বাসিন্দা করোনায় আক্রান্ত হওয়ার ফলে তাকে দুর্গাপুরের করোনা হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে | একইসাথে বিধাননগররর ঝরনাপল্লি এলাকাটিকে প্রশাসনের পক্ষ থেকে কন্টেন্টমেন্ট জোন করা হয়েছে |
-Advertisement-