-Advertisement-

দিলীপ ঘোষের তাচ্ছিল্য মন্তব্যের জেরে কি দিল্লি যাওয়া বাতিল করলেন শোভন ? অপমানের বদলা নিতে কি এইবার তৃণমূলের হাত ধরবেন শোভন ? জল্পনা তুঙ্গে –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিল্লি যাওয়া বাতিল করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । কথা ছিল 27 জুলাই দিল্লিতে বিজেপির বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু উনি বাতিল করলেন ।
একান্ত রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কোন কারণে শোভন চট্টোপাধ্যায় এবং উনার বান্ধবী বৈশাখী ব্যানার্জি দিল্লি যাওয়া বাতিল করেছেন ?
শোভন নিজের মুখে বলেছিলে দিল্লির বৈঠকে যোগদান দেওয়ার কথা তাহলে হঠাৎ কেন তার এইরম ভোলবদল ?
বিজেপির অন্দরে অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে । বৈশাখী ব্যানার্জীর এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
বিজেপি দলের একাংশ , এই জন্য দিলীপ ঘোষের মন্তব্য কে দায়ী করছেন । এর আগেও প্রকাশ্যে এরকম বেফাঁস মন্তব্য করেছেন দিলীপ ঘোষ ।

-Advertisement-


শোভন চট্টোপাধ্যায়ের বৈঠকে যোগদান নিয়ে করা কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বৃহস্পতিবার দিল্লিতে দিলীপ ঘোষ বলেছিলেন – কলকাতার প্রাক্তন মেয়রকে কে ডেকেছেন সেটা আমি জানিনা । তবে বৈঠকে উনাকে আমি ডাকিনি এই বিষয়ে দল আমার সঙ্গে কোনো আলোচনা করেনি ।
আর ঠিক তার পরেই শোভন চট্টোপাধ্যায় কে প্রকাশ্যে তাচ্ছিল্য করেন দিলীপ ঘোষ । এমনকি দিলীপ ঘোষ সরাসরি শোভন চট্টোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ।
তিনি এও বলেন – এইরকম বৈঠকে যোগ দেয়ার যোগ্যতা প্রাক্তন মেয়র এর নেই
অবশেষে ঠিক তারপরেই শোভন চট্টোপাধ্যায়ে দিল্লিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন । প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ।
AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-