-Advertisement-

দুর্গাপুরে কড়া পুলিশ প্রশাসন লক ডাউনের দ্বিতীয় দিনে :

দুর্গাপুর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ : রাজ্য জুড়ে করোনার থাবা যেভাবে সর্বত্র ছড়িয়ে পড়ছে | একইসাথে যেভাবে দিনের পর দিন সংক্রমিত হচ্ছে দুর্গাপুরবাসী | এর ফলে খুবই দুশ্চিন্তায় প্রহর গুনছে সমগ্র দুর্গাপুরের আমজনতা | এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার সপ্তাহে দুদিন সারা রাজ্য জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করার জন্য সম্পূর্ণ লক ডাউনের নির্দেশ ইতিমধ্যেই জারী করে দিয়েছেন রাজ্যের প্রতিটি জেলায় জেলায় | এই লক ডাউনের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলা গুলির সাথে শহর দুর্গাপুরেও লক ডাউন মান্যতার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল নজর করার মতোন |

-Advertisement-

প্রথম দিনের লক ডাউনে দুর্গাপুরব্যাপী অজশ্র মানুষকে লক ডাউন অমান্য করার জন্য গ্রেফতারও করা হয়েছে | অনুরূপ শনিবার এই লক ডাউনের দ্বিতীয় দিনেও পূর্বের ন্যায় সারা দুর্গাপুর শহর ব্যাপী পুলিশ প্রশাসনের সক্রিয়তা বিশেষ ভাবে লক্ষ্য করা গেছে | এদিন দুর্গাপুরের এন টি এস পুলিশ স্টেশনের আধিকারিক বিজন সমাদ্দারকে স্থানীয় মামরা বাজার , এম এ এম সি ও ফুলঝড়ের বিভিন্ন এলাকায় বিশেষ সক্রিয়তার সাথে তৎপর থাকতে দেখা যায় অন্যান্য পুলিশ কর্মীদের সাথে নিয়ে | এদিন দুর্গাপুরের এন টি এস থানার পুলিশ লক ডাউন অমান্য করার অপরাধে দুর্গাপুরের ফুলঝোড় ও মামারা এলাকা থেকে প্রায় ২১ জনকে আটক করেছে |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-