-Advertisement-

করোনা ভাইরাস ভারত Live Update : কোভিড -১৯ এখনও বিপজ্জনক , বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ; 48,000 এরও বেশি নতুন করোনা সংক্রমণ –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রোববার তৃতীয় দিনে প্রায় ৫০,০০০ কেস , মোট (৪৮,৬৬১) কেস নিয়ে ভারতে করোন ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮৫,৫২২ তে । গত ২৪ ঘন্টার মধ্যে ৭০৫ জন নিহত হওয়ার সাথে সাথে এই সংখ্যা ৩২,০৬৩ এ পৌঁছেছে ।
তাঁর মাসিক রেডিও সম্বোধন ‘মন কি বাত’ ব্যবহার করে জাতিকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে – “আমাদের দেশে কভিড -১৯ পুনরুদ্ধারের হার অন্যদের চেয়ে ভাল । আমাদের মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম । আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি , তবে করোনাভাইরাসের সংক্রমণ এখনও শেষ হয়নি । এটি অনেক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে , আমাদের সতর্ক থাকতে হবে । ”
বর্তমানে ভারতে ৪.৬ লক্ষেরও বেশি কোভিড –১৯ সক্রিয় মামলা রয়েছে , আর ৮.৮ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছে ।
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-