-Advertisement-

স্বস্তিকা মুখোপাধ্যায় সুশান্ত সিং রাজপুত এর বিরুদ্ধে অপব্যবহারের গুজব অস্বীকার করেছেন : ‘সঞ্জনা সংঘিকে কখনও সুশান্তের সঙ্গে অস্বস্তিবোধ করতে দেখিনি ’ –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিল বেচারায় সঞ্জনা সংঘির মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গুজবের জবাব দিয়েছেন যে সুশান্ত সিং রাজপুত সেটে কখনো অনুপযুক্ত আচরণ করেননি ।
স্বস্তিকা বলেছেন যে ছবিটির শ্যুটিংয়ের সময় তিনি কোনও অস্বস্তি বোধ করতে দেখিনি সঞ্জনা কে এবং আরো জানান যে তিনি সঞ্জনা কে সুশান্তের সঙ্গে কম্ফোর্টেবল ফিল করতেই দেখেছেন ।
স্বস্তিকা জানিয়ে বলেছেন যে এরকম যদি হতো তাহলে তিনি সেটা বুঝতে পারতেন ।
স্বস্তিকা এক সাক্ষাত্কারে পিঙ্কভিলাকে জানিয়েছেন – “যেহেতু আমি সানজানার মা হিসেবে অভিনয় করেছি , আমরা সবসময় একসাথে ছিলাম।
এছাড়াও , আপনি জানেন , আমরা সবাই একসাথে ডিনার করতাম । কাস্টের সাথে আমি কখনই অস্বস্তি বোধ করিনি । আমি সঞ্জনাকে কখনও অস্বস্তি বোধ করতে দেখিনি , না হলে আমি বুঝতে পারতাম । ”
সুশান্ত ১৪’ই জুন আত্মহত্যা করে মারা গিয়েছিলেন এবং মুম্বাই পুলিশ মামলাটি তদন্ত করছে ।
তিনি হতাশায় ভুগছিলেন এবং তাঁর মৃত্যুতে , মানসিক স্বাস্থ্য সম্পর্কে কথোপকথন শুরু হয়েছিল ।
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-