সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রবিবার সকালে দুর্গাপুরের ইস্পাতনগরীর কুরুড়িয়াডাঙ্গা এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে একপ্রকার চাঞ্চ্যলের সৃস্টি হয় এলাকাবাসীদের মধ্যে | স্থানীয় সূত্র অনুযায়ী ওই মৃত ব্যক্তির নাম সুনীল বাউড়ি বয়েস ৩৯ | পারিবারিক সূত্রে জানতে পারা গেছে গত কয়েকমাস টানা লক ডাউনের ফলে কর্মহীন হয়ে পড়ে সুনীল বাবু | ফলে একপ্রকার মানসিক অবসাদে ভুগছিলেন তিনি | তাই সে এই পথ বেছে নিয়েছে এমনটাই ধারণা পরিবারের সদস্যদের | রবিবার সকালে এই ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় | দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে সঠিক তথ্য উন্মোচনের জন্য |
টানা লকডাউনে কর্মহীন হয়ে আত্মঘাতী এক ব্যক্তি , দুর্গাপুরের ঘটনা –
-Advertisement-