-Advertisement-

250 টি নতুন করোনা অ্যাক্টিভ কেস , বেহালার ঝুলিতে এবার 4 টে নতুন কনটেইনমেন্ট জোন ; নাকতলা এবং কুঁদঘাটে ব্যাপক করোনা সংক্রমণ –

Behala কলকাতা শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 850 জন করোনা সংক্রমিত হয়েছেন গত 4 মাস ধরে । গেল শুক্রবার বেহালার ঝুলিতে আরও 4 টে কনটেইনমেন্ট জোন সংযুক্ত হলো ।

-Advertisement-


হরিদেবপুর এবং মাঝেরহাটকেও এর মধ্যে সংযুক্ত করা হয়েছে । বেহালায় প্রায় 250 টি করোনা একটিভ ক্যাসেস রয়েছে , তাদের মধ্যে অনেকে পর্ণশ্রী , পূর্ব বেহালা এবং রায় বাহাদুর রোড থেকে ।
আর একটি অঞ্চল যা হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তা হলো নাকতলা এবং কুদঘাট এরিয়ার মধ্যে ।
ওই এলাকায় প্রায় দুই সপ্তাহের মধ্যে , 40 টি অ্যাক্টিভ করোনা ক্যাসেস পাওয়া গিয়েছে ।

AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-