-Advertisement-

মুকুল রায় বিজেপির পশ্চিমবঙ্গ নির্বাচনের 2021’র , দিলীপ ঘোষের 190/294 বিধানসভা আসন পাওয়ার প্রজেকশন ট্যালি প্রত্যাখ্যান করলেন , রাজ্য বিজেপিকে এখনো অনেক কাজ করতে হবে –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : মুকুল রায়, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড এবং এখন বিজেপির প্রবীণ নেতা , ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মোট ২৯৪ টি বিধানসভার আসনের মধ্যে ১৯০ টি পাবে বলে দাবি করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , কিন্তু মুকুল রায় সেই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ।

-Advertisement-


মুকুল রায় জানান – “এই ফিগারে পৌঁছাতে গেলে রাজ্য বিজেপিকে আরো কঠোর পরিশ্রম করতে হবে” ।
বাংলায় দলের কৌশল আরও তীব্র করতে , বৃহস্পতিবার নয়াদিল্লিতে জেনারেল সেক্রেটারি কৈলাশ বিজয়বর্গিয়া ডেকে পাঠান রাজ্য বিজেপির একাধিক উচ্চ নেতৃবৃন্দকে । সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায় ।
মুকুল রায়ের মতের সাথে অন্যান্য নেতৃবৃন্দ দের মতামত আলাদা ছিল এবং মুকুল রায়ের বক্তব্যকে প্রত্যাখ্যান করেন দিলীপ ঘোষ । ঠিক তারপরই বৈঠকে পরবর্তী অধিবেশনগুলিতে অংশ নেওয়ার পরিবর্তে মুকুল রায় ফ্লাইট ধরে কলকাতায় চলে আসেন ।
বিজেপির বর্তমানে বেঙ্গল হাউসে 15 জন বিধায়ক রয়েছেন । 2019 সালের লোকসভা নির্বাচন , বাংলার রাজনীতিকে অবাক করে দিয়েছিল যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে 18 টি আসনে লড়াই করে জিতেছিল ।
রায় বাংলার রাজনৈতিক অঙ্গনে বুথ-পর্যায়ের সমীকরণে দক্ষতার জন্য পরিচিত । “মুকুল রায় দিলীপ ঘোষের উপর অসন্তুষ্ট কারণ উনার বক্তব্য কে দিলীপ ঘোষ মান্যতা দিচ্ছেন না” , জানিয়েছেন বিজেপির এক উচ্চ নেতৃত্ব
তাঁর ঘনিষ্ঠ মহলের মধ্যেই রায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন কারণ তাকে অফিশিয়ালি দলের কোন দায়িত্ব দেওয়া হয়নি । তিনি দলের কেন্দ্রীয় বা রাজ্য-স্তরের শ্রেণিবদ্ধ তালিকাভুক্ত নয় ।
রেকর্ডটির জন্য , রায় জানিয়েছিলেন তিনি চোখের চিকিৎসার জন্য কলকাতায় ফিরে এসেছিলেন
AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-