-Advertisement-

আর হলো না শিবের মাথায় জল দেওয়া , জলে ডুবে মৃত্যু দুর্গাপুরে চার যুবকের :

দুর্গাপুর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বছর ৬য় বন্ধু ভালো ফলাফল করে । জানতে পারা গেছে, কথা ছিলো পরীক্ষায় ভালো ফলাফল করলে শ্রাবণ মাসের চারটি সোমবারই শিবের মাথায় জল ঢেলে পুজো করবে । তাই পূর্ব নির্ধারিত সময় মতন গত সপ্তাহের সোমবার দামোদরে গিয়ে স্নান করে জল নিয়ে মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় ঢেলে পুজো করেন তারা । তবে এই সোমবার আবারো তারা দামোদরে যায় । তবে আর এবারে স্নান করে মহাদেবের মাথায় জল ঢালা হলো না । অন্ডালের কুটির ডাঙ্গার ঘাটে দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে যায় চার পড়ুয়া । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় অন্ডাল থানার পুলিশ ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দল । জানা গিয়েছে, ওই চার পড়ুয়া বছর আঠেরোর, রাহুল মান্ডি, সৌরভ মন্ডল, শিবু দাস ও সব্যসাচী মুখোপাধ্যায় তারা সকলেই দুর্গাপুর গোপালমাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা আর বাকি দুই বন্ধু গৌরব মন্ডল ও ইন্দ্রনীল ঘোষ গোপালমাঠ সংলগ্ন বনগ্রামের বাসিন্দা ।

-Advertisement-

জানা গিয়েছে, আজ ভোর চারটে নাগাদ ছ’য় বন্ধু বাড়ি থেকে বেরিয়ে হাটা পথেই অন্ডালের কুটির ডাঙ্গার ঘাটে পৌঁছায় , জলে নামে তারা । কিছুক্ষণ পরে দেখা যায় তাদের অর্থাৎ রাহুল, সৌরভ, শিবু ও সব্যসাচী কে জলে টেনে নিয়ে যেতে । বাকি দুই বন্ধু ইন্দ্রনীল ও গৌরব ওই মর্মান্তিক দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে ও স্থানীয় লোকজন কে ডাকতে থাকে । ইন্দ্রনীল ও গৌরবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে, স্থানীয়দের তরফ থেকে খবর দেওয়া হয় অন্ডাল থানায় । খবর পেয়ে স্থানীয় অন্ডাল থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় । খবর দেওয়া হয় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দলেও । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত ওই চার পড়ুয়াদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-