সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সোমবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া , পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায় বজ্রপাতে কমপক্ষে ১১ জন মারা গেছেন এবং চার জন আহত হয়েছেন , রাজ্যের দক্ষিণাঞ্চলের কয়েকটি অংশে বজ্রপাতে প্রভাব পড়েছিল বলে সরকারি সূত্রে জানা গিয়েছে ।
বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে পাঁচজন এবং হাওড়া জেলার এক ব্যক্তি মারা গেছেন । বাঁকুড়ায় ওন্দা ও বাঁকুড়া সদর থানা এলাকায় একটি মহিলা সহ দুজন মারা গিয়েছেন , যেখানে তারা কাজ করছিল সেই ক্ষেতগুলিতেবজ্রপাত হয়েছিল ।
আরও দু’জন ওন্ডা এলাকায় মারা গেছেন , এবং অন্য একজন গঙ্গাজলঘাটিতে মারা গেছেন । সূত্রের খবর , পূর্ব বর্ধমান জেলার গালসি থানা এলাকায় বিভিন্ন গ্রামে পৃথক বজ্রপাতে তিনজন মারা গিয়েছেন ।
খন্দঘোষ থানা এলাকায় , দুবরাজহাটে বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে । সূত্রের খবর , দেওয়ানদীঘি থানা এলাকায় , তালিত গ্রামে একটি পুকুরে স্নান করতে গিয়ে বজ্রবিদ্যুৎ এ এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে ।
হাওড়া জেলার বাগনান এলাকায় বজ্রপাতের সময় 50 বছর বয়সী ব্যক্তি , কৃষক গাছের নীচে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয় ।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর ।
…AG
পশ্চিমবঙ্গে বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু –
-Advertisement-