-Advertisement-

৭৩ বছর বয়সী এক ব্যক্তি নিজের ছেলেকে করল হত্যা , পরে পুলিশের কাছে আত্মসমর্পণ –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পুলিশ সূত্রে খবর – সোমবার জলপাইগুড়িতে ৭৩ বছর বয়সী ব্যক্তি তার মাতাল ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এবং পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ।
অনিল কুমার দেবনাথ পুলিশকে জানিয়েছেন – যে তার ৪৮ বছরের ছেলে নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়িতে আসার পরে নিয়মিত তার বাবা-মা , স্ত্রী ও শিশুকে মারধর করত ।
রবিবার রাতে জলপাইগুড়ি শহরের আরবিন্দ নগরে বসবাসরত প্রবীণ ব্যক্তি তার পুত্রকে হত্যার জন্য একটি ধারালো অস্ত্র ব্যবহার করেছিলেন । পুলিশ সূত্রে জানা যায় অনিমেষ একজন সবজি বিক্রেতা ছিলেন ।
AG

-Advertisement-

সৌজন্যে – PTI

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-