-Advertisement-

বাংলায় দিঘা উপকূলে বিশাল আকারের মাছ ধরা পরল ; বিক্রি হলো 50 হাজার টাকায় –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রে পরিবারের অন্তর্ভুক্ত একটি বড় মাছ , সম্ভবত কোনও দৈত্য মনতা রে , সোমবার সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে দিঘা উপকূলে একদল জেলের হাতে ধরা পড়ে এই মাছটি ।

-Advertisement-


পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পরিচালক , পিনাকী রঞ্জন কর জানান , মাছটি ওজনে প্রায় ৮০০ কিলো ছিল এবং দিঘার কাছে ওড়িশার উদয়পুর সৈকত থেকে ৮ কিলোমিটার দূরে জেলেদের একটি দল ওই মাছটিকে ধরেছে । জালে এই বিশাল আকারের মাছ দেখে জেলেরা অবাক হয়ে গেছিলেন ।
পিনাকী রঞ্জন কর জানিয়েছেন – “দিঘার জেলেরা এটিকে শঙ্কর মাছ বলে এবং এটি একটি হাতির কানের সাথে সাদৃশ্যপূর্ণ” মাছটি ৮ ফুট দীর্ঘ এবং ৫ ফুট প্রস্থ ছিল ।

পশ্চিমবঙ্গের রানীঘাট এলাকা থেকে পশ্চিমবঙ্গের একটি ফিশ ট্রেডিং সংস্থা এটিকে ৫০,০০০ টাকায় কেনে ।
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-