সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাস মোকাবিলায় ভারত ভাল পরিস্থিতিতে রয়েছে ৷ সোমবার নয়ডা , মুম্বই ও কলকাতায় আইসিএমআর-এর টেস্টিং ল্যাবরেটরির ভার্চুয়াল উদ্বোধনে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে স্বাস্থ্য পরিষেবা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বলেও জানান মোদি ৷
প্রধানমন্ত্রীর জানান – ‘ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারত অন্য অনেক বড় দেশের তুলনায় ভাল অবস্থায় রয়েছে ৷ ভারতে সুস্থতার হার অনেক বেশি মৃত্যুর হারের চেয়ে৷ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন , সেই সংখ্যাটিও ১০ লক্ষ ছুঁতে চলল৷ দেশের করোনা চিকিত্সা পরিকাঠামো দ্রুত গতিতে বাড়ানোর দরকার ছিল ৷ তাই কেন্দ্র করোনা মোকাবিলার শুরুতেই ১৫ হাজার কোটি টাকা এই খাতে ধার্য করে ৷ ভারতের এখনও ১১ হাজার COVID ফেসিলিটি রয়েছে ৷ ১১ লক্ষের বেশি বেড রয়েছে ৷ এই বছরের জানুয়ারি মাসে দেশে মাত্র একটি COVID টেস্টিং সেন্টার ছিল ৷ এখন প্রায় ১৩০০ ল্যাব রয়েছে ৷’
প্রধানমন্ত্রী জানান – বর্তমানে প্রতিদিন গড়ে ৫ লক্ষের বেশি করোনা টেস্ট হচ্ছে ৷ আগামী দিনে তা ১০ লক্ষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পিপিই কিট প্রস্তুতকারী দেশ ৷ ৬ মাস আগে একটিও ছিল না ৷ এখন ১২০০-র বেশি পিপিই প্রস্তুতকারী সংস্থা রয়েছে ৷ যারা প্রতিদিন ৫ লক্ষ করে পিপিই কিট উত্পাদন করছে ৷
এর ফলে শুধু মানুষের জীবনই বাঁচছে না ৷ ভারত এখন আমদানিকারী দেশ থেকে রফতানিকারী দেশ হয়ে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান , প্রতিদিন ৩ লক্ষেরও বেশি N-95 মাস্ক ভারতে তৈরি হয় ৷ আগে এই মাস্ক ভারত আমদানি করত ৷ ভেন্টিলেটর , মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারের উত্পাদনও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে ৷
গ্রামে করোনা সংক্রমণ বাড়ার প্রসঙ্গে মোদি বলেন , গ্রামে স্বাস্থ্য পরিষেবা আরও বাড়াতে হবে ৷ একই সঙ্গে বর্তমানে যে পরিষেবা রয়েছে , তার আরও উন্নতি করতে হবে ৷
আগামী উত্সবের মরশুমে দেশবাসীকে ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে , সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে ৷ মোদি বলেন , ‘আমাদের বিজ্ঞানীরা দ্রুত ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছেন ৷ কিন্তু যতদিন না ওষুধ বা ভ্যাকসিন না আসে , ততদিন ৬ ফুট দূরত্ব , মাস্ক ও হাত পরিচ্ছন্ন রাখতে হবে ৷ ‘
…AG