সংবাদ ভাস্কর নিউজ : রাজ্য সরকারের অধীনস্ত সংস্থা মাদার ডায়েরির দুর্গাপুর এর একটি ইউনিটের বিদ্যুৎ সংযোগ কেটে দিলো রাজ্য বিদ্যুৎ পর্ষদ | সূত্র থেকে জানতে পরাগেছে রবিবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ এই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে | এরই ঘটনার প্রতিবাদ স্বরূপ সোমবার সকালে ডেয়ারি কলোনির আবাসিকেরা পরিবার পরিজন নিয়ে স্টেট ডায়েরি দুর্গাপুর অফিসে চলে এসে বিক্ষোভ প্রদর্শন করেন |
তাদের অভিযোগ বেতন থেকে বিদ্যুৎ বিল বাবদ টাকা কেটে রাখার পরও কিভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় | স্বভাবতই এই ঘটনার জেরে বন্ধ হয়ে গেছে মাদার ডায়েরির দুর্গাপুর ইউনিটের উৎপাদন | এখন এই ইউনিটে বাজারের চাহিদা মতো আইসক্রিম তৈরী হয় | সূত্র থেকে জানতে পারা গেছে যে , যখন স্টেট ডায়েরি আর মাদার ডায়েরির মধ্যে হস্তান্তর প্রক্রিয়া হয় তখনি উনষাট লক্ষ টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া ছিল যে অঙ্কটা এখন অনেকটা বেড়েছে | এখন একটাই প্রশ্ন সকলের সম্মুখে উঠে এসেছে যে কিভাবে ও কতটা তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় |