সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যেই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বি ও জি এল আবাসনের নিকট একটি চালু বৈদ্যুতিক ট্রান্সফর্মারকে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের তৎপরতায় ওই ট্রান্সফরমারটি ফেলে পালিয়ে যায় চোরের দল | সোমবারের গভীর রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত বি. ও. জি. এল আবাসনে | এই ঘটনার জেরে বি ও জি এল আবাসনের সমগ্র এলাকায় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় | যার ফলে ওই এলাকার প্রায় শো তিনেক পরিবার খুবই সমস্যার মধ্যে পড়েছে | ওই এলাকার আবাসিকরা জানিয়েছেন যে ‘ সোমবার রাত্রি বারোটা নাগাদ হটাৎ বিদ্যুৎ চলে যায় প্রথমটা বিদ্যুৎ দফতরের সার্ভিস সেন্টারে আমরা খবর দেই | পরে টাউনশীপের সাব স্টেশনে এসে দেখি প্রায় ১০ জন দুষ্কৃতী সামনের জঙ্গল দিয়ে পালাচ্ছে। তখন সামনে গিয়ে দেখি ট্রান্সফারমার খোলা অবস্থায় রয়েছে। যদি সময় মতো না আসা যেত তাহলে এই বিদ্যুৎ ট্রান্সফরমার নিয়ে পালাতো চোরের দল’ | এই ঘটনার খবর পাওয়া মাত্রই নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে , একইসাথে সমস্ত ঘটনাটি ক্ষতিয়ে দেখে নিউ টাউনশিপ থানার পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে |
চালু বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় উত্তাল দুর্গাপুরের বিওজিএল আবাসন –
-Advertisement-