-Advertisement-

লোকালয়ে মধুচক্র চালানোর অভিযোগে হাতে নাতে ধরা পড়লো এক মহিলা –

বর্ধমান শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পশ্চিম বর্ধমানের লাউদোহার পাটশাওড়া গ্রামে মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলাকে আটক করলো ফরিদপুর লাউদোহা থানার পুলিশ | স্থানীয় সূত্র থেকে জানাগেছে অভিযুক্ত ওই মহিলার নাম সরস্বতী বাগদি | এলাকাবসীদের অভিযোগ স্থানীয় পাটশাওড়া গ্ৰামে স্বরস্বতী বাগদি দীর্ঘদিন ধরে তার বাড়িতে মধুচক্রের আসর বসিয়ে রেখেছিলো | অনেকেই ওই মহিলার বাড়িতে অতপরিচিত অনেক যুবক যুবতীকে যাওয়া আসা করতে দেখেছে। এতে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ। এ বিষয়ে তাঁরা বহুবার ওই মহিলাকে সতর্ক করলেও তাতে কর্নপাত করেননি অভিযুক্ত ওই মহিলা | এই ঘটনার জেরে অবশেষে ওই এলাকার স্থানীয়রা পুলিশের কাছে ওই মহিলার এই কারবারের বিষয়ে অভিযোগ করেন | অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে ফরিদপুর থানার পুলিশ ওই মহিলার বাড়িতে হানা দিয়ে এক যুবক ও যুবতীকে আটক করে। সাথে আটক করে অভিযুক্ত মহিলা ওরফে সরস্বতী বাগদিকে | পুলিশ সূত্র থেকে জানতে পারাগেছে যে ধৃত যুবক পান্ডবেশ্বর থানার নবগ্রাম ও যুবতীর বাড়ি উখড়ায়। এলাকাবাসীরা এই ঘটনার জন্যে অভিযুক্ত ওই মহিলার পূর্ণাঙ্গ অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছে |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-