সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিল্লিতে বিজেপি বাংলার নেতৃত্বদের নিয়ে বৈঠক চলছে বেশ কয়েকদিন ধরে । রাজ্য বিজেপি তে বাংলায় দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয় , শিব প্রকাশ ও অরবিন্দ মেনন
জেলা নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব ।
এই বৈঠকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 15 দিনের মধ্যে বুথবুথওয়াইজ কমিটি তৈরি করতে হবে ।
এছাড়াও বুথ থেকে জেলা এবং মন্ডলস্তর পর্যন্ত মিলিত ভাবে কাজ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি সহ আরো একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে ।
সূত্রের খবর : দলে নতুন ও পুরনো সদস্যের সম্পর্কের মধ্যে যাতে কোন দূরত্ব তৈরী না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ।
কলকাতা ও দক্ষিণ 24 পরগনার জেলা নেতৃত্ব কে , কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের 15 দিনের মধ্যে বুথ-বুথওয়াইজ কমিটি গড়ার নির্দেশ –
-Advertisement-