-Advertisement-

অন্ডালের কাজোড়া গ্রামে বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করলো স্বামী :

সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ :: এক নৃশংস ঘটনার স্বাক্ষী থাকল বুধবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত কাজোড়া গ্রামের হাজরা পাড়ার অধিবাসীগণ |উখরার সুভাষ পাড়ার বাসিন্দা বিক্রম রায় খান্দরা প্রতিবন্দী কেন্দ্রে কর্মরত ছিলেন | বিক্রম রায় আগেই বিবাহিত ছিলেন | কিন্ত কর্মসূত্রে বিক্রমবাবুর স্থানীয় একটি প্রাথমিক শিক্ষা কেন্দ্রের এক অস্থায়ী শিক্ষিকা আইভি দেবীর সাথে সম্পর্ক হয় | তাদের সম্পর্ক এতটাই গভীর হয় যে বিক্রমবাবু আইভি দেবীকে তার প্রথম বিবাহের কথা না জানিয়েই বিবাহ করে নেয় | আট মাস আগে বিক্রম রায়ের সাথে বিয়ে হয় আইভি দেবীর | ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে কাজোরায় আইভিদেবীর বাবার বাড়িতে যান বিক্রমবাবু। সেই সময় বাড়িতে আইভিদেবী ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ঠাকুরমা |

-Advertisement-

তাঁর ঠাকুরমা জানিয়েছেন যে বিক্রম ধারালো অস্ত্র নিয়ে আইভিদেবীর উপর চরাও হন। তাঁকে বাধা দিতে গিয়ে জখম হন ঠাকুমা মায়ারানীদেবী | বিক্রম আইভিদেবীকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে খুন করেন | এরপর তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বলিয়ে দেন বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে | পুলিশ আইভিদেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিকে মায়ারানীদেবীর অভিযোগের ভিত্তিতে বিক্রমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-