-Advertisement-

সুশান্ত সিং রাজপুত মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর চেয়ে বিহার পুলিশকে ED চিঠি পাঠালো –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন , অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর-এর কপি বিহার পুলিশের কাছে চেয়ে পাঠালো ED
কর্মকর্তারা জানিয়েছেন , কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এই প্রসঙ্গে বিহার পুলিশকে চিঠি দিয়েছে কারণ তা অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে সম্ভাব্য তদন্তের বিষয়টি খতিয়ে দেখছে । অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিংহ (74) মঙ্গলবার রিয়া চক্রবর্তী ও তার পরিবার এবং ছয় জনের বিরুদ্ধে ছেলের আত্মহত্যা করার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন ।
বিহার পুলিশ মামলাটি বিভিন্ন আইপিসি ধারায় 341 (wrongful restraint), 342 (wrongful confinement), 380 (theft in dwelling house), 406 (criminal breach of trust), 420 (প্রতারণা) এবং 306 (abetment of suicide) অন্তর্ভুক্ত ছিল ।

-Advertisement-


সিং অভিযোগ করেছেন , একটি উদীয়মান টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নেওয়ার অভিপ্রায়ে 2019 সালের মে মাসে , ছেলের সাথে বন্ধুত্ব করেছিলেন ।
সূত্র মাফিক জানা গিয়েছে , ইডির আগ্রহ হল সুশান্ত সিং রাজপুতের অর্থ এবং তার ব্যাংক অ্যাকাউন্টের অপব্যবহারের অভিযোগ কে নিয়ে । কেউ সুশান্ত সিং রাজপুতের আয়কে অর্থ পাচার ও অবৈধ সম্পদ তৈরিতে ব্যবহার করেছে কিনা তা এজেন্সি খতিয়ে তদন্ত করবে বলে তারা জানিয়েছেন ।
ইডি অভিযুক্তদের সম্পদ সংযুক্ত করতে পারে এবং পিএমএলএর অধীনে গ্রেপ্তারেরও ক্ষমতা রাখে ।
মুম্বই পুলিশ ইতিমধ্যে রাজপুতের মৃত্যুর তদন্ত করছে । ‘Chichhore‘, ‘Kai Po Che‘ এবং ‘Kedarnath‘ এর মতো ছবিতে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত (৩৪) ১৪ ই জুন মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ।

AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-