-Advertisement-

দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো আন্টিজেন টেস্ট , মাত্র ১৫ মিনিটে পাওয়া যাবে করোনা রিপোর্ট :

দুর্গাপুর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ : করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো আন্টিজেন টেস্ট | এর ফলে মাত্র ১৫ মিনিটে একজনের করোনা রিপোর্ট পাওয়া যাবে | যেই রিপোর্ট আসতে আগে প্রায় ২ থেকে ৩ দিন সময় লাগতো , সেই রিপোর্ট মাত্র ১৫ মিনিটেই রোগীর হাতে চলে আসবে | এর ফলে কোনও রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতালে এলে অতি সহজেই সে মাত্র ১৫ মিনিটের মধ্যে জানতে পেরে যাবে |

-Advertisement-

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি জানিয়েছেন ৱ্যাপিড আন্টিজেন কিড টেস্ট চালু হওযায় অনেক সুবিধা পাওয়া যাবে | রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে অর্থাৎ ওয়ার্ড বন্ধ করে দেওয়া অথবা অন্য ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডকে সংযুক্ত করে দেওয়ার ঝুঁকি থাকছে না | তিনি আরও জানিয়েছেন যে এই ৱ্যাপিড আন্টিজেন টেস্টের সুবিধাকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও শুরু করে দেওয়া হবে |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-