সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৭৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন। অর্থাৎ গত দু’দিনে এক লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশে। গত ২৪ ঘণ্টায় যে হিসাব পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে, ভারতে নতুন আক্রান্ত ৫৫ হাজার, আমেরিকাতে ৬৭ হাজার ও ব্রাজিলে ৪৩ হাজার ।
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৮.৫৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ছ’লক্ষ ৪২ হাজার ৫৮৮ জনের । যা এখনও অবধি সর্বোচ্চ। এক দিনে এত মানুষের টেস্ট করোনাকালে এই প্রথম বার হল ।
করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও , ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক । এখনও পর্যন্ত মোট ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৪.৫৪ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২২৩ জন ।
…AG
ভারতে একদিনে 55,000 নতুন করোনা ভাইরাস কেস , 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ , করোনাভাইরাস এর হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন 37,000 –
-Advertisement-