-Advertisement-

সুশান্ত সিং রাজপুতের ব্যাংক একাউন্টের তথ্য হাতে এলো , রিয়া চক্রবর্তীর পেছনে ব্যয়ের জন্য বিশাল লেনদেন জানা গিয়েছে , প্রশ্ন উঠছে তাহলে এত কোটি – কোটি টাকা রিয়া চক্রবর্তী নিয়ে কি করলো ?

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এক বিশাল অগ্রগতিতে , অভিনেতার আর্থিক লেনদেনে এখন পুরো নজর দেওয়া হচ্ছে ।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যম Republic T.V কিছু প্রমাণ সকলের নজরে এনেছেন ।
সুশান্তের ব্যাঙ্কের বিবৃতি – এতে গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী এবং তার ভাই শোমিকের জন্য যে বিশাল লেনদেন হয়েছিল তা পুরোটাই প্রকাশ পেয়েছে ।
রিপাবলিক টিভি দ্বারা অ্যাক্সেস করা ব্যাংক রেকর্ডে , গত বছর ধরে লেনদেনগুলির সুশান্তের জীবনে রিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে প্রকাশ্যে ।
রিয়া এবং তার ভাই শোমিকের জন্য সুশান্তের অ্যাকাউন্ট থেকে ফ্লাইটের টিকিট , ফাইভ স্টার হোটেলে থাকা , টিউশন ফি, শপিং এবং আরও অনেকগুলি ব্যয় করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের অ্যাকাউন্ট থেকে ।
তথ্য বলছে – নভেম্বর 2019 এ সুশান্ত সিং রাজপুতের ব্যাংক একাউন্টের ব্যালেন্স ছিল 4 কোটি, 62 লাখ টাকা । কিন্তু এই বছরের 2020 ফেব্রুয়ারি মাসে সেই ব্যালেন্স এসে দাঁড়ায় এক কোটি টাকা
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-